বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও শ্রমিক দলের সাবেক সভাপতি জাফরুল হাসান (৭৩) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হসপিটালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এই রাজনীতিক স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ক্যান্সারে আক্রান্ত জাফরুল হাসানের অবস্থার অবনতি হওয়ায় গত ১৩ মার্চ তাকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছিল।
জাফরুলের মৃত্যুতে ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ও আত্মার মাগফিরাত কামনা করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।