ঝুঁকি অনেকটাই কমে গেছে,অর্থাৎ তিনি ক্রমেই সুস্থ্য হয়ে উঠছেন। রোগী নিজে সচেতন থাকায় তিনি এখন প্রায় আশঙ্কামুক্ত। ইনশাল্লাহ তিনি দ্রুতই সুস্থ্য হয়ে উঠবেন। সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান একথা বলেন।
তিনি জানান, করোনাক্রান্ত ওই ব্যক্তির জ্বর অনেকটাই কমে গেছে। সর্দি ও কাশি কিছুটা আছে। তাকে জ্বর, সর্দি ও কাশির ওষুধ দেওয়া হচ্ছে। ডা. আনিসুর রহমান বলেন, ‘উনি (আক্রান্ত ব্যক্তি) সচেতন আছেন। তাকে বাসাতেই রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালোর দিকে।
প্রসঙ্গত, সিলেটে প্রথম করোনাক্রান্ত রোগী ধরা পড়ে গতকাল রবিবার। নগরীর হাউজিং এস্টেট এলাকার এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হন। তার বাসা ছাড়াও পুরো হাউজিং এস্টেট লকডাউন করে রাখা হয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।