কমলগঞ্জ (মৌলভীবাজার):
সারা দেশে করোনাভাইরাস প্রতিরোধে যানবাহন চলাচল বন্ধ, দোকানপাট বন্ধ ও লোক সমাগম নিয়ন্ত্রণ করায় মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি উদ্যোগে অসহায় দরিদ্র মানুষজনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরমধ্যে সবচেয়ে বেশী অসহায় ছিলেন মধ্যবৃত্ত পরিবারগুলো। তারা লজ্জায় ঘরের বাহির এসে লাইন ধরে খাদ্যসামগ্রী নিতে পারছেন না। আবার কারো কাছে সাহায্যও চাচ্ছেন না। ব্যতক্রমী এক উদ্যোগ গ্রহন করে কমলগঞ্জের শমশেরনগর ইউপির বাজার ওয়ার্ডের সদস্য আজিজুর রহমান এমন ১০০ মধ্যবৃত্ত পরিবারের বাসায় গিয়ে রাতে খাদ্যসামগ্রী পৌছে দিলেন।
ইউপি সদস্য আজিজুর রহমান চৌধুরী বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের সময় গত ১ এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত তিনি তার সহযোগী লিয়াকত আলী, মোকরামিন চৌধুরী, তামজিদ রাজু, তার দুই ছেলেসহ কয়েকজনকে নিয়ে ব্যক্তিগত তহবিল থেকে ২১৫ জন দরিদ্র অসহায়দের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এসময় তিনি উপলব্দি করেছেন দুর্ভোগের শিকার হয়েও কোন মধ্যবৃত্ত পরিবার সদস্যরা ঘরের বাহিরে এসে খাদ্যসামগ্রী নিচ্ছেন না। তাই তিনি তার ওয়ার্ডের অসহায় মধ্যবৃত্ত ১০০ পরিবার চিহ্নিত করে রোববার রাতে ৩ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও আধা লিটার ভোজ্য তেল মিলিয়ে প্যাকেট করে রাতেই তাদের বাসায় পৌছে দিয়েছেন। প্রয়োজনে তিনি ব্যক্তিগত উদ্যোগে বন্ধু বান্ধবদের সহায়তা নিয়ে দরিদ্র মানুষজনের সাথে সাথে আরও কিছু সংখ্যক মধ্যবৃত্ত পরিবারে খাদ্যসামগ্রী পৌছে দিবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মধ্যবৃত্ত পরিবারের দুইজন সদস্য বলেন, বাহিরে বের হয়ে কোন কাজ করতেও পারছেন না। আবার ঘরে খাবারও নাই। এমন সময় ইউপি সদস্যেও এ উদ্যোগ তাদের জন্য বেশ বড় সহায়তা হয়েছে বলে মনে করেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।