প্রাণঘাতী করোনা ভাইরাসে এবার মারা গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু স্ট্যানলি চেরা (৭০)। গত শনিবার করোনায় স্ট্যানলি চেরা মারা যান বলে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ‘রিয়েল ডিল’।
ট্রাম্পের ক্ষমতাসীন রিপাবলিক পার্টির একজন প্রভাবশালী দাতা হিসেবে সুপরিচিত স্ট্যানলি চেরা।
জানা যায়, করোনার লক্ষণ নিয়ে গত ২৪ মার্চ হাসপাতালে ভর্তি করা হয় স্ট্যানলি চেরাকে। সেসময় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তার এক বন্ধু করোনায় আক্রান্ত হয়ে কোমায় আছেন। তবে তিনি নাম উল্লেখ করেন নি।
নাম প্রকাশে অনিচ্ছুক রবিবার হোয়াইট হাউজের এক কর্মকর্তা ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৯ সালের নভেম্বরে নিউ ইয়র্ক সিটিতে এক অনুষ্ঠানে ট্রাম্পকে ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করেন চেরা। এদিকে একই বছর আরেক অনুষ্ঠানে ট্রাম্প চেরাকে ‘বিশ্বের অন্যতম বৃহৎ নির্মাতা ও রিয়েল এস্টেট ব্যক্তিত্ব’ হিসেবে আখ্যায়িত করেন। পলিটিকো, টাইম, সিএনএন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।