চীনে ফের বাড়ছে আক্রান্ত, একদিনে সর্বোচ্চ সংক্রমণ

Daily Ajker Sylhet

১৩ এপ্রি ২০২০, ০৪:০১ পূর্বাহ্ণ


চীনে ফের বাড়ছে আক্রান্ত, একদিনে সর্বোচ্চ সংক্রমণ

চীনে ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত রবিবার দেশটিতে ১০৮জন নতুন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। যা দেশটিতে গত ছয় সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণ।

দেশটিতে করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসলেও কয়েক দিন থেকে ফের বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। এর আগে গত শনিবার দেশটিতে ৯৯ জন করোনায় আক্রান্ত হয় বলে জানিয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ৯৮ জনই বাইরে থেকে আসা। এদের মধ্যে ৪৯ জন চীনা নাগরিক যারা রাশিয়া থেকে হেইলংজিয়াং প্রদেশে ফিরেছে তারা করোনায় আক্রান্ত।

করোনায় এখন পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ১৬০ জন। মারা গেছে ৩ হাজার ৩৪১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজার ৬৬৩ জন। বিবিসি, রয়টার্স।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।