লক ডাউন অমান্য করে চান্দিনা মাছ বাজারে উপছে পড়া ভীড় - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:১৬, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

লক ডাউন অমান্য করে চান্দিনা মাছ বাজারে উপছে পড়া ভীড়

STAFF USBD
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২০
লক ডাউন অমান্য করে চান্দিনা মাছ বাজারে উপছে পড়া ভীড়

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা)
লকডাউন অমান্য করে কুমিল্লার চান্দিনা মাছ বাজারে পহেলা বৈশাখ উপলক্ষে গাদাগাদি করে কেনা-বেচা করা হয়েছে মাছ। এসময় বাজারে পহেলা বৈশাখ উপলক্ষে বড় বড় মাছ তোলেন ব্যবসায়ীরা। আর এসব মাছ কিনতে হুমরি খেয়ে পড়েন ক্রেতারা। এতে সামাজিক দুরত্ব আর করোনা ভাইরাস উপেক্ষিত হয়।
এছাড়া এমনেতেই কয়েকদিন পূর্বে করোনা ভাইরাসে মৃত্যুর আগে এক ব্যক্তি চান্দিনা বাজারে চিকিৎসা নিতে আসায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফার্মেসী বন্ধ করে দেয় প্রশাসন। তারপরও ভীড় কমছেনা চান্দিনা বাজার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।