আক্কেলপুর (জয়পুরহাট) :
জয়পুরহাটের আক্কেলপুরে টিউশনির টাকা জমিয়ে তহবিল গঠন করে ১০০ টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছে গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের তরুণরা।
বৃহস্পতিবার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে ২০ জন যুবক গরীব, দুস্থ্য, দিনমজুর, শ্রমিকসহ ১০০ টি পরিবারের মাঝে ৩ কেজি চাল, তেল, আধা কেজি পিয়াজ, মরিচ, করলা, বেগুন, কুমড়া, পুইশাক সহ নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ করা হয়। ওই গ্রামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাবলু রহমান পিয়াস এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু হাসান টিউশানির টাকা জমিয়ে, দুইজন ছাত্র সজিব আহম্মেদ ও রাব্বি হাসান তাদের টিফিনের টাকা জমিয়ে, ১০ জন চাকুরিজীবি, ব্যবসায়ী ও ৩ জন প্রবাসীর মোট ২০ হাজার টাকা তহবিল গঠন করে এসব ত্রান বিতরণ করা হচ্ছে।
আলাদীপুর গ্রামের যুবক ময়নুল ইসলাম সাজু বলেন, যুদ্ধটা মানবিকতা বাঁচিয়ে রেখে সবাইকে নিয়ে বাঁচার। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সবাইকে নিয়ে বাঁচতে হবে। এই হোক আমাদের অঙ্গীকার! বিষয়কে প্রতিপাদ্য করে আলাদীপুর ফেসবুক ফ্রেন্ড গ্রুপের সকল সদস্য সার্বিক ও আর্থিক ভাবে এসব ত্রান বিতরণ কার্যক্রম করছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।