যুক্তরাজ্যে লকডাউনের সময়সীমা বাড়লো আরও তিন সপ্তাহ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:৩৫, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

যুক্তরাজ্যে লকডাউনের সময়সীমা বাড়লো আরও তিন সপ্তাহ

ADMIN, USA
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২০
যুক্তরাজ্যে লকডাউনের সময়সীমা বাড়লো আরও তিন সপ্তাহ

লন্ডন ( যুক্তরাজ্য ) অফিস :

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৩ মার্চ থেকে লকডাউন নির্দেশনা জারি হয়েছিল যুক্তরাজ্যে। এ নির্দেশনায় এখনো বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাগম, ব্যবসা-বাণিজ্য, হোটেল-রেস্তারাঁ ইত্যাদি।

তবে এ করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে দেশজুড়ে চলা লকডাউনের সময়সীমা বৃহস্পতিবার থেকে আরো তিন সপ্তাহ বাড়িয়েছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।
তিনি জানান, ‘দেশের পরিস্থিতি বিবেচনা করে এখনই লকডাউন শিথিল না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের সংক্রমণের হার এখনও অতটা নিচে নামেনি যতটা দরকার।’

যুক্তরাজ্যে গত কয়েক সপ্তাহ ধরে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ( বৃহস্পতিবার) যুক্তরাজ্যে মারা গেছেন অন্তত ৮৬১ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২৯ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।