ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি বেশ কয়েকদিন সেলফ আইসোলেশনে ছিলেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এক পর্যায়ে গত ৬ এপ্রিল তাকে আইসিইউতে নিতে হয়।
ডাউনিং স্ট্রিট গতকাল এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রীর প্রত্যাশামাফিক উন্নতি হচ্ছে। তিনি খুব শিগগির কাজে ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে। এতে আরো জানানো হয়, হাসপাতাল ত্যাগ করার পর তার করোনা টেস্ট করা হয়েছে। তাতে রেজাল্ট নেগেটিভ এসেছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।