শরীয়তপুর প্রতিনিধি ॥
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের জন্য শরীয়তপুর জেলাকে গত ১৫ এপ্রিল সন্ধ্যা ৬টায় লকডাউন ঘোষনা করা হয়। যাতে করে এ জেলা থেকে অন্য জেলায় কোন লোকজন যাতায়ত করতে না পারে এবং অন্য জেলা থেকে এ জলায় লোকজন না আসতে পারে এ জন্য সকল গনপরিবহন ও নৌযান বন্ধ করে দেয়া হয়েছে। এরই মধ্যে রোববার ঢাকা থেকে তিনজন যাত্রি নিয়ে একটি লাশবাহী ফ্র্রিজিং করা এম্বুলেন্স শরীয়তপুর পৌর এলাকার ধানুকা এলাকায় এসে যাত্রি নামিয়ে দেয়। স্থানীয় লোকজন দেখে পালং মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির চালককে আটক করে। যাত্রিরা পালিয়ে যায়।এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেক মাহবুব রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গাড়ি চালক আঃ সালাম কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করে। গাড়ি চালককে গাড়ি সহ পালং থানায় সোপর্দ করা হলে জরিমানার টাকা জমা দিয়ে গাড়ি চালক জামিনে মুক্তি পায়।
পালং মডেল থানার ওসি (তদন্ত) বলেন, লাশবাহী এম্বুলেন্সে করে যাত্রি পরিবহনের দায়ে গাড়ি চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গাড়ি থানায় আটক রয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।