উলিপুর (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের উলিপুরে আকর্স্মিক কাল বৈশাখী ঝড়ের তান্ডবে তিস্তা নদী অববাহিকার তিন ইউনিয়নের ৭ গ্রামের প্রায় ২৫টি ঘর-বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ের তান্ডবে এসব এলাকার গাছ-পালা ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙ্গে বৈদ্যূতিক খুটি ও তার ক্ষতিগ্রস্থ হওয়ায় অনেক এলাকায় বিদ্যূৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রবিবার গভীর রাতে তিস্তা নদী বেষ্টিত উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখি ঝড়ের তান্ডবে থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ার গ্রামের আয়শা খাতুন,হোকডাঙ্গা গ্রামের আক্কাছ আলী, কিশোরপুর গ্রামের আনারুল ইসলাম, রামনিয়াসা গ্রামের হায়দার আলী, আঃ করিম, ছয়ফুল ইসলাম, আব্দুর রহমান, জুয়ানসতরা গ্রামের রবিউল ইসলাম, দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া মাঝি পাড়া গ্রামের প্রফুল্ল নাথ দাস, অমূল্য চন্দ্র দাস, নালো চন্দ্র ও বজরা ইউনিয়নের পূর্ব বজরা গ্রামের মরিয়ম, ফয়জার রহমানসহ এসব গ্রামের প্রায় ২৫ পরিবারের ঘর-বাড়ি লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ের তান্ডবে এসব এলাকার শতাধিক গাছপালাসহ বোরো ফসলের ক্ষতি সাধিত হয়।
দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া মাঝি পাড়া গ্রামের প্রফুল্ল চন্দ্র দাস বলেন, হঠাৎ ঝড়ের তান্ডবে আমার থাকার একমাত্র টিনের ঘরসহ রান্নাঘর তছনছ হয়ে যায়। পরিবারের লোকজন নিয়ে খুব কষ্টে আছি।
থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বলেন, বিক্ষিপ্ত ঝড়ে প্রায় ৫ গ্রামের ১০/১২ টি পরিবারের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
কুড়িগ্রাম-লালমনির হাট পল্লী বিদ্যূৎ সমিতি উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম নাসির উদ্দীন বলেন, বিভিন্ন এলাকায় খুটিসহ তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যূৎ সরবরাহ বন্ধ রয়েছে। সন্ধার মধ্যে বিদ্যূৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর তালিকা করে প্রয়োজনীয় সহযোগীতা করা হবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।