রাজারহাটে (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের রাজারহাটে প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯ এর কারণে সাধারণ ছুটির মধ্যে নিম্ন আয়ের মানুষ কাজে বের হতে পারছেন না। তখন উপজেলার ঐতিহ্যবাহী সিংগারডাবড়ীহাট বহুমূখী সমবায় সমিতির আয়োজনে ২০০ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আজ সোমবার দুপুরে সিংগারডাবড়ীহাট স্কুল এন্ড কলেজ মাঠে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে মো. আব্দুল আউয়াল মন্ডলের সভাপতিত্বে এবং অত্র সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলুথর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শাহআলম, সিংগারডাবড়ীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আরিফুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ঘড়িয়ালডাঙ্গা ইউপি জাপার সাধারণ সম্পাদক স্বপন বকসী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুমন কুমার রায় প্রমূখ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।