মুজিবনগর (মেহেরপর) :
সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় মেহেরপুর মুজিবনগর উপজেলার কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে মুজিবনগর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধণ করেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ^াস। উপজেলা নির্বাহী অফিসার উসমান গনির সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, সহকারি কৃষি অফিসার আনিসুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা রকিবুদ্দিন প্রমুখ।
এ দিন উপজেলার ৫৬০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে রুপা আউস ধানের বীজ, ২০ কেজি করে ড্যাপ ও ১০ কেজি করে এমওপি সার এবং ২০ জন পেঁয়াজ চাষীর মধ্যে ২০০ গ্রাম বীজ ও ১০ কেজি করে ড্যাপ ও এমওপি সার প্রদান করা হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।