BengaliEnglishFrenchSpanish
যুবলীগ নেতা নাঈম আজাদ টিপুর উদ্যোগে বনকলাপড়ায় ইফতার সামগ্রী বিতরণ - BANGLANEWSUS.COM
  • ২৭শে নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ


 

যুবলীগ নেতা নাঈম আজাদ টিপুর উদ্যোগে বনকলাপড়ায় ইফতার সামগ্রী বিতরণ

ADMIN, USA
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২০
যুবলীগ নেতা নাঈম আজাদ টিপুর উদ্যোগে বনকলাপড়ায় ইফতার সামগ্রী বিতরণ

সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের অনুপ্রেরণায় যুবলীগ নেতা নাঈম আজাদ টিপুর উদ্যোগে বুধবার বনকলাপড়া ৭ নং ওয়ার্ডে গরীব অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহিবুর রহমান ছাবু, সাধারণ সম্পাদক জাহিদ খান সায়েক,

মহানগর যুবলীগের সাবেক সদস্য সাহেদ আহমদ, উমর কাঠগড় সমাজ কল্যাণ সংঘের সভাপতি সৈয়দ বাহারুল ইসলাম রিপন, সহ সভাপতি মনিরুজ্জামান মনু, সহ সভাপতি ছমির উদ্দিন, সহ সভাপতি সৈয়দ আবু ফাহিম আজাদ সুমন, সহ সাধারণ সম্পাদক মুর্সেদ আলম বাবর, সহ সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম আলী,

আরো উপস্থিত ছিলেন পাভেল আহমদ,মুহিন আজাদ শিপলু, লায়েক বাবু,ফারুক, মহানগর ছাত্রলীগ নেতা জামিল আহমদ, ছামিন চৌঃ। প্রেস-বিজ্ঞপ্তি

এই সংবাদটি 1,254 বার পড়া হয়েছে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।