আগামীকাল থেকে সীমিত পরিসরে দোকান খোলা।। – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:০৩, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

আগামীকাল থেকে সীমিত পরিসরে দোকান খোলা।।

প্রকাশিত মে ৪, ২০২০
আগামীকাল থেকে সীমিত পরিসরে দোকান খোলা।।

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি:- ঈদুল ফিতরকে সামনে রেখে আগামীকাল থেকে সীমিত পরিসরে শপিংমল ও দোকান খোলার কথা জানিয়েছে দোকান মালিক সমিতি।

স্বাস্থ্য বিধি মেনে আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মার্কেট খোলা রাখার কথা জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

Manual7 Ad Code

এর আগে, স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সীমিত পরিসরে শপিংমল ও দোকান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উপসচিব মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহনসমূহকে অবশ্যই জীবাণুমক্ত করার ব্যবস্থা রাখতে হবে। দোকানপাট এবং শপিংমূলমসমূহ আবশ্যিকভাবে বিকাল ৫টার মধ্যে বন্ধ করতে হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code