ঘাটাইল (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের ঘাটাইলে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ঘাটাইল পৌর সভার মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ)। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, ডিম. চাউল, তৈল, পিয়াঁজ, লবণ । সোমবার আজ (৪ মে ) সকালে ঘাটাইল পৌর সভায় মেয়র শহদিুজ্জামান খান তার ব্যক্তিগত উদ্যোগে তৃতীয় লিঙ্গ (হিজরা) সম্প্রদায়ের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। হিজরাদর নেত্রী নুপুর জানায়, আমরা মানুষের কাছে হাত বাড়িয়ে অর্থ সংগ্রহ করে আমাদের জীবিকা চলে। কিন্তু করোনা ভাইরাসের কারণে ঘাটাইলে লকডাউন থাকায় আমরা মানবেতর জীবন যাপন করছি। এ পর্যন্ত কোন সাহায্য সহযোইগতা পাইনি। মেয়র সাহেবের কাছ থেকে এ প্রথম কোন অনুদান পেলাম। আমরা আশা করছি সরকার আমাদের প্রতিও সুদৃষ্টি দিবেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌর সভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রওশনআরা রুবি, কাউন্সিলর মোঃ হেকমত আলী প্রমুখ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।