দেড় মাস পর পর্তুগালে তুলে নেয়া হয় লকডাউন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:২২, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

দেড় মাস পর পর্তুগালে তুলে নেয়া হয় লকডাউন

ADMIN, USA
প্রকাশিত মে ৫, ২০২০
দেড় মাস পর পর্তুগালে তুলে নেয়া হয় লকডাউন

ডেস্ক রিপোর্টঃ প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে স্পেন এবং পর্তুগালে। দেশ দু’টিতে গত ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে। বেড়েছে কর্মচঞ্চল্যতাও।দেড় মাস পর পর্তুগালে তুলে নেয়া হয় লকডাউন। স্পেনও লকডাউনে অনেক শিথিলতা এনেছে। লকডাউনে শিথিলে যানবাহনের চলাচল বৃদ্ধি পেয়েছে। তবে সরকারে দেয়া বিধি-নিষেধ মেনেই বিভিন্ন প্রতিষ্ঠান খুলতে দেখা গেছে। গণপরিবহন থেকে শুরু করে যেকোনো প্রতিষ্ঠানে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। কেউ মাস্ক ছাড়া কোথাও গেলে ১২০ থেকে ৩৫০ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হচ্ছে। এছাড়া স্পেন ও পর্তুগাল তাদের বর্ডারও খুলে দেয়ার কথা চিন্তা করছে। মে মাসের শেষের দিকে বর্ডার খুলে দেয়ার কথা ভাবছে সরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।