ডেস্ক রিপোর্ট, ইউএস : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মেটোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শফিউল আলম নাদেল, মহানগর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন সহ সকল ব্যবসায়ীরা। ব্যবসায়ী নেতারা জানান, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১০মে থেকে সিলেটের কোনো শপিং মল, মার্কেট ও ফ্যাশন হাউস বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে সকল ব্যবসায়ীরা নেতারা একমত পোষন করেছেন। এর আগে বৃহস্পতিবার (০৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঈদে সেলুন ও বিউটি পার্লার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।