শরীফ আহমেদ, মৌলভীবাজার : দয়া দাক্ষিন্য নয় ভালোবাসার নিবেদন এই স্লোগানকে সামনে রেখে করোনা সংকট পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন ও গৃহবন্দী দরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়ালো এন,সি ও কুলাউড়া সরকারী কলেজের ৮১ ব্যাচের
বন্ধুরা।
(৮ মে) শুক্রবার বিকেলে কুলাউড়া পৌর শহরের ফাতেমা টাওয়ার সম্মুখে অসহায় এই দুস্থদের উপস্থিতিতে তাদের হাতে নগদ অর্থ উপহার হিসেবে তুলে দেয়া হয়েছে।

এদিকে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায়দের মধ্যে নগদ অর্থ তুলে দেন কুলাউড়া ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ বদরুজ্জামান সজল, অধ্যাপক সিএম জয়নাল অাবেদিন, সিপার অাহমদ, কামরুজ্জামান চৌধুরী সেলিম, হাবিবুর রহমান চৌধুরী সেলিম,সিদ্দিক অাহমদ, বিপুল চক্রবর্তী প্রমূখ।
নগদ অর্থ পাওয়া এক দিনমজুর বলেন, তিন থেকে ঘরে কোন খাবার নেই এই সময়ে এই অর্থ জীবন বাঁচাতে সাহায্য করবে।
মানবকল্যাণমূলক কাজের অন্যতম উদ্যোক্তা বদরুজ্জামান সজল জানান, এই কঠিন সময়ে মানুষ কর্মহীন হয়ে পড়েছেন তাই অামাদের বন্ধু মহলের এই ক্ষুদ্র উপহার। মানবিক দিক বিবেচনা করেই উপজেলায় কর্মহীন অতিদরিদ্র দুই শতাধিক মানুষকে চিহ্নিত করে তাদের উপস্থিতিতে নগদ অর্থ তুলে দেয়া হয়। যাতায়াত পরিস্থিতি বিগ্ন থাকার কারনে যারা সময় মত উপস্থিত হতে পারেনি তাদের বাড়িতে পৌঁছে দেয়া হবে। পাশাপাশি আমাদের আরো মানবিক কার্যক্রমের পরিকল্পনা রয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।