আলীকদম (বান্দরবান) :
আলীকদমে টানা লকডাউনের কারণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাহাড়ি-বাঙ্গালী দুঃস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনা বাহিনী। শুক্রবার (৮ মে) সকাল দশটায় আলীকদম জোনের উদ্যোগে আলীকদম ইউনিয়নের ইয়ংকি মুরুং পাড়া ও মোস্তাক পাড়ার হতদরিদ্র উপজাতি মুরুং ও বাঙ্গালী পরিবারের মাঝে ত্রাণ ও মাস্ক বিতরণ করা হয়েছে।
ইয়ংকী মুরুং পাড়ায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন আলীকদম জোনের লেঃ মীর মাহাদী। অন্যান্যাদের উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইহসান উল্লাহ, চ্যানেল আই প্রতিনিধি ঈসমাইল হাসান, শিক্ষক মেনতক ম্রো প্রমুখ।
ত্রাণ বিতরণের পাশাপাশি সেনা জোনের পক্ষ থেকে দানু সর্দার পাড়া এলাকায় শতাধিক পরিবারের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।