কুষ্টিয়া :
আজ ২৫ বৈশাখ (৮ মে শুক্রবার) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব বাংলাদেশেও পড়েছে। তাই করোনার কারনে কবি গুরুর জন্মবার্ষিকী কোন অনুষ্ঠান ছাড়াই এবার নীরবেই পালিত হচ্ছে কবির স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে। অথচ প্রতিবছর বিশ্বকবির জন্মবার্ষিকীতে ৩দিন ব্যাপী থাকে নানা আয়োজন। বসে গ্রামীণ মেলা। করোনা ভাইরাস এবার সবকিছু বদলে দিয়েছে। থমকে দিয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। তাই নীরবে নিভৃতেই কাটছে এবার বিশ্বকবির জন্মদিনটি।
কুষ্টিয়া শহর থেকে মাত্র ১৬কিলোমিটার দূরে অবস্থিত শিলাইদহ কুঠিবাড়ি। পদ্মা নদীর তীরবর্তী ছায়াশীতল ও নিরিবিল পরিবেশ থাকার কারনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ সময় কাটিয়েছেন তাঁর স্মৃতিধন্য শিলাইদহের কুঠিবাড়িতে। এখানে বসেই তিনি রচনা করেছেন কালজয়ী অনেক কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক ও উপন্যাস। তাই রবীন্দ্র সাহিত্যে শিলাইদহের গুরুত্ব অপরিসীম।
কবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে বছর জুড়ে দর্শনার্থীদের ভীড় লেগে থাকলেও প্রায় দু’মাস ধরে এখানে শুনসান নীরবতা। মহামারী করোনা ভাইরাসের কারনে বন্ধ রয়েছে কুঠিবাড়ি। তাই দর্শনার্থীদের আনাগোনা আর নেই। অথচ ২৫ বৈশাখ আসলেই কুঠিবাড়িত পা ফেলার জায়গা থাকেনা।
বাঙ্গালী স্বত্বাকে বিশ্বদরবারে নতুন করে যে মনিষি পরিচয় করিয়েছেন তিনিই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর বিস্তৃত জ্ঞান ভান্ডার নতুন প্রজন্মসহ সবার মাঝে ছড়িয়ে পড়–ক আর দুর হোক করোনা নামক অদৃশ্য জীবনাশক শক্তি। আর এমন প্রত্যাশা হোক সবার কবি জন্মদিনে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।