আদমদীঘিতে কর্মহীনদের অর্থ বিতরণ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:২৪, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আদমদীঘিতে কর্মহীনদের অর্থ বিতরণ

ADMIN, USA
প্রকাশিত মে ৯, ২০২০
আদমদীঘিতে কর্মহীনদের অর্থ বিতরণ

আদমদীঘি (বগুড়া) :
বগুড়ার আদমদীঘি ও দুপচাঁচিয়া এলাকায় করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে আদমদীঘির কালাইকুড়ি এলাকায় ৪ শতাধিক পুরুষ ও নারীদের মাঝে বগুড়া-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার এই অর্থ সহায়তা প্রদান শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মুক্তাকিম তালুকদার, সাধারণ সম্পাদক বুলবুল ফারুক, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, আবু তালেব দুলাল, দুলাল হোসেন, আবুল কালাম আজাদ, সাবেক যুবদল নেতা জুয়েল রানা, ফারুক, সাবেক ছাত্রদল নেতা রহমত আলী, মুকুল হোসেন, আরিফ, রিয়নসহ নেতৃবর্গ। এছাড়া দুপচাঁচিয়া উপজেলাসহ আদমদীঘির বিনাহালী ও শিববাটী আদর্শ গ্রামেও অর্থ সহায়তা প্রদান করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।