শার্শায় কর্মহীন ১১শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:২৭, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

শার্শায় কর্মহীন ১১শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরন

ADMIN, USA
প্রকাশিত মে ৯, ২০২০
শার্শায় কর্মহীন ১১শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরন

বেনাপোল প্রতিনিধি :
খুুলনা-২১ বিজিবির পক্ষ থেকে যশোরের সীমাšতবর্তী উপজেলা শার্শার ৭টি বিওপি ক্যাম্প এলাকায় কর্মহীন,দুস্থ: অসহায় ১১শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয় আজ।

দক্ষিণ পশ্চিম অঞ্চলের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আমিরুল ইসলাম পিএসসির প্রধান অতিথি হিসেবে সামাজিত দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী তুলে দেন তাদেরকে। খাদ্যসামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই ইলাহী, উপ- অধিনায়ক মেজর সোহেল এবং এডি লিয়াকত হোসেন প্রমুখ।

খুলনা-২১ বিজিবির উপ অধিনায়ক মেজর সোহেল জানান, বিদ্যানন্দন ফাউন্ডেশন নামে একটি বেসরকারী সংস্থা এসব পরিবারের জন্য খাদ্য সমাগ্রী যোগান দেন। মেজর সোহেল আরো জানান, বিদ্যানন্দন ফাউন্ডেশন নামে একটি বেসরকারী সংস্থা আমাদের মাধ্যমে এ খাদ্য সামগ্রী বিতরন করেছেন। সুষ্টু ভাবে বিতরনের জন্য ওই ফাউন্ডেশন বিজিবির সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতারন করেন। খাদ্য সামগ্রী বিতারন এলাকা ছিল, দৌলতপুর, পুটখালী, পাঁচভুলাট, অগ্রভুলাট, কায়বা, রুদ্রপুর সীমাšত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।