ঠাকুরগাঁও ॥
করোনা সংকট মোকাবিলায় কর্মহীন, শ্রমজীবি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নের ১০ হাজার পরিবারের কাছে ত্রাণ বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা বিএনপি। ইতিমধ্যে ৪ হাজার ৮শ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে এসব ত্রাণ।
সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার আসান নগর উচ্চ বিদ্যালয়, ঢোলার হাট বাজার, রুহিয়া উচ্চবিদ্যালয়, রুহিয়া ইউনিয়ন (পূর্ব), রুহিয়া ইউনিয়ন (পশ্চিম), আখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আট শতাধিক কর্মহীন অসহায় মানুষের মাঝে মির্জা ফখরুলের পক্ষে ত্রাণ তুলে দেন বিএনপি নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পৌরবিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম উজ্জল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, রুহিয়া থানা বিএনপির সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মকবুল হোসন মানিক, রুহিয়া থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মাইনুল হক, জেলা ছাত্রদল সভাপতি মো. কায়েস প্রমুখ। এছাড়াও গত কয়েকদিনে সদর উপজেলার বিভিন্ন এলাকায় আরও ৪ হাজার ব্যক্তির মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে তাঁর পক্ষে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ চলছে। যত দিন পর্যন্ত এই সংকট থাকবে ততদিন বিএনপির নেতা কর্মীরা করোনায় কর্মহীনদের পাশে থাকবে বলেও জানান তিনি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।