গৌরীপুরে স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৪৮, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

গৌরীপুরে স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

ADMIN, USA
প্রকাশিত মে ৯, ২০২০
গৌরীপুরে স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

 

গৌরীপুর (ময়মনসিংহ) :
করোনার কারণে বন্ধ থাকা ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদরাসার শিক্ষাথীদের মাঝে স্কুল ফিডিংয়ের এককালীন বিস্কুট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭মে) তালে হোসেন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিস্কুট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। এ কর্মসূচীর আওতায় ১৮১টি প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ হাজার ৬০৩ জন প্রাথমিক শিক্ষার্থীর মাঝে এককালীন ৩৬ প্যাকেট বিস্কুট বিরণ করা হবে।
বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি শোয়েব মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকার পারভীন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাদিউল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক সেলিনা আক্তার।
এতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা তানজীর আহমেদ রাজীব, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকীম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুকতাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ছাত্রলীগ নেতা শাহজাহান কবির প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান, এ উপজেলা ১৭৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ৪ টি মাদ্রাসায় ৩৫ হাজার ৬০৩ জন শিক্ষার্থীর মাঝে একযুগে ১২ হাজার ৮১৭ কার্টুন স্কুল ফিডিংয়ের এককালীন বিস্কুট বিতরণ করা হয়েছে। এতে প্রতি শিক্ষার্থী এককালীন ৩৬ প্যাকেট বিস্কুট পাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।