মৌলভীবাজারে র‌্যাব উদ্ধার করলো খাদ্যবান্ধব কর্মসূচীর চাল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৫৬, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মৌলভীবাজারে র‌্যাব উদ্ধার করলো খাদ্যবান্ধব কর্মসূচীর চাল

ADMIN, USA
প্রকাশিত মে ৯, ২০২০
মৌলভীবাজারে র‌্যাব উদ্ধার করলো খাদ্যবান্ধব কর্মসূচীর চাল

 

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলা সদরের পৌর শহরের বড়হাট এলাকা থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ১২৯ কেজি চাল উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৭ মে) বিকাল সাড়ে ৫টার পর স্থানীয় একটি মুদিদোকান থেকে এ চাল উদ্ধার করা হয়। এসময় আরো জব্দ করা হয় শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান অঙ্কিত ১০ টি খালি বস্তা। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের নবাগত ক্যাম্প কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এবং বিদায়ী ক্যাম্প কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেন শামীম’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এলাকাবাসী জানা যায়, বিকেল ৫টার দিকে তিনটি গাড়িতে করে একদল র‌্যাব সদস্য এসে মুদি দোকানি মেসার্স তরফদার এন্টারপ্রাইজ ঘিরে ফেলে। পরবর্তীতে আশেপাশের ব্যবসায়ীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে উল্লিখিত পরিমাণ সরকারি চাল, চালের খালি বস্তা জব্দসহ দোকান মালিক মিফতাউর রহমান তরফদার (৩৫) কে আটক করে নিয়ে যান। এ সময় উপস্থিত উৎসুক জনতাকে সরকারি চাল চুরির পরিণাম সম্পর্কে সচেতনও করে র‌্যাব। আটক মিফতাউর মৌলভীবাজার সদর থানাধীন বলিয়ার বাগ এলাকার আব্দুল মুক্তাদিরের ছেলে বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের বিদায়ী কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, বেশ কিছু দিন যাবৎ পর্যবেক্ষণে রাখার পর আজ নিশ্চিত হয়েই আমরা অভিযানটি পরিচালনা করি। এর আগেও আমি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলায় অনুরূপ অভিযান করেছি। সেসব অভিযানে আটককৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরেই আজকের অভিযানটি চালানো হয়েছে। এ সময় নতুন যোগদানকারী কমান্ডারের প্রতি শুভকামনা ব্যক্ত করার পাশাপাশি ব্যক্তিস্বার্থে গরিবের হক কেড়ে নেয়া এসব অভিযুক্ত অপরাধীর বিরুদ্ধে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্প ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা এবং মানবিক কর্মকান্ডে একের পর এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করে দেশব্যাপী আলোচনায় এসেছেন এএসপি আনোয়ার। করোনা পরিস্থিতি সৃষ্টি হবার পর সরকারি চাল চুরি প্রতিরোধে তিনি তিনটি আলাদা আলাদা অভিযান পরিচালনা করে মোট চার জনকে আটক করেছেন। জব্দ করেছেন বিপুল পরিমাণ সরকারি চাল। এছাড়াও তিনি অনেক মানবিক কর্মকান্ডের করে এলাকায় প্রশংসীত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।