সরিষাবাড়ী যুবদলের উদ্দ্যেগে কর্মহীনদের খাদ্য সামগ্রী বিতরন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৩০, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সরিষাবাড়ী যুবদলের উদ্দ্যেগে কর্মহীনদের খাদ্য সামগ্রী বিতরন

ADMIN, USA
প্রকাশিত মে ১০, ২০২০
সরিষাবাড়ী যুবদলের উদ্দ্যেগে কর্মহীনদের খাদ্য সামগ্রী বিতরন

সরিষাবাড়ী (জামালপুর) ঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমএর নেতৃত্বে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে জাতীয় দূর্যোগকালীন সময়ে কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেল সাড়ে ৪টায় জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের উদ্দ্যেগে বয়ড়া বাজার রেলওয়ে ষ্ট্রেশন চত্বরে ২’শতাধিক হতদরিদ্রদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল কবির তালুকদার শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুন অর রশীদ ফকির, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, ব্যাবসায়ী জহুরুল হক বাদশা, জোয়াহের হোসেন, আনোয়ার হোসেন বাবুল, আব্দুস ছালাম তালুকদার, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি সুমন ফকির, সহ সভাপতি জাকির হোসেন, সদস্য রুকন তালুকদার, রাশেদুজ্জামান লিটন, ফরিদুল কবির সাদ্দাম, রবিউল ইসলাম, সুমন কবির, সাদেক আলী, সেলিম রেজা, সুজল মিয়া, প্রমুখ উপস্থিত ছিলেন। করোনার দূর্যোগকালীন সময়ে কর্মহীন অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে বলে দলীয় নেতারা জানান। এ ছাড়াও উপজেলার মহাদান ও কামরাবাদ ইউনিয়নের উপজেলা বিএনপির নেতাকর্মীরা তিন শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।