নিউইয়র্কে ২৪ ঘন্টায় আরও ৯ বাংলাদেশীর মৃত্যু - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:২০, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নিউইয়র্কে ২৪ ঘন্টায় আরও ৯ বাংলাদেশীর মৃত্যু

ADMIN, USA
প্রকাশিত মে ১০, ২০২০
নিউইয়র্কে ২৪ ঘন্টায় আরও ৯ বাংলাদেশীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট,  ইউইসঃ আমেরিকায় আবারও বাঙালির মৃত্যুর মিছিল শুরু হয়েছে। গত ৩ দিন মৃত্যুর সংখ্যা কম থাকলেও গত ২৪ ঘন্টায় আরও ৯ জন বাংলাদেশী করোনায় মৃত্যুবরণ করেছে। তারা নিউইয়র্কের বিভিন্ন বরোতে মৃত্যুবরণ করেন। এদের অধিকাংশের বয়স ষাট ঊর্ধ্ব।
এ দিকে নিউইয়র্কে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমলেও সিটি গভর্নর এন্ড্রু কুমো লকডাউনের মেয়াদ বাড়িছেন। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ৬ জুন পর্যন্ত নিউইয়র্কে লকডাউন থাকবে।
এক দিন পরেই মা দিবস। মা দিবসে মাকে ফেলো না চার বছরের আয়দান। করোনায় কেড়ে নিলো আয়দানের মাকে। এতিম করে দিয়ে গেল আয়দানকে। জানা গেছে, আয়দানের মা তাসমিন নাওয়ার তমা প্রায় ২৮ দিন আগে অসুস্থ হলে তাকে নিউইয়র্ক স্টোনিব্রুক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি প্রতিনিয়ত করোনার সাথে লড়াই করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারেননি। গত ৯ মে রাত ১টা ৪০ মিনিটের সময় তাসনিম নাওয়ার তমা ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩০ বছর। তমার স্বামী নাজমুস সাকিব জানান, তমার সাথে তিনি ৭ বছর প্রেম করেন এবং ২০১২ সালে তারা বিয়ে করেন। বিয়ের পর প্রিয়তমা স্ত্রীকে নিউইয়র্ক নিয়ে আসেন এবং নিউইয়র্কের লংআইল্যান্ডে বসবাস শুরু করেন। চার বছর আগে তাদের সন্তান আয়দানের জন্ম হয়। ছোট্ট সুখের সংসার, ভালোভাবেই চলছিলো, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস; তাদের সেই সুখে আঘাত হানে করোনাভাইরাস। মা দিবসের একদিন আগে সন্তানকে মা হারা করলো করোনা। নাজমুস শাকিব বলেন, আজ থেকে আমার সন্তানটি এতিম হয়ে গেল। সকলে আমার সন্তানের জন্য দোয়া করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।