নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের বাইরে আজান প্রচার শুরু
নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের বাইরে আজান প্রচার শুরু
ADMIN, USA
প্রকাশিত মে ১০, ২০২০
ডেস্ক রিপোর্ট , ইউএস : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদ থেকে বাইরে আজানের অনুমতি পেয়েছে গত ৭ মার্চ বৃহস্পতিবার। মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আব্দুল মুহিত ৮ মার্চ শুক্রবার মসজিদে মাগরিবের আজানের মাধ্যমে এর শুভ সূচনা করেন। এ থেকে মসজিদটির মাইকিং এ আজানের ধ্বনি বাইরের মুসুল্লিরা শুনতে পারছেন। এখন থেকে নিয়মিত ভাবে জোহর, আসর এবং মাগরিবের আজান মাইকিংয়ের মাধ্যমে বাইরে প্রচার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, পার্কচেস্টার জামে মসজিদ থেকে বাইরে আজানের অনুমতি পেয়েছে গত ৭ মার্চ বৃহস্পতিবার। জোহর, আসর এবং মাগরিবের আজানের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এ আজানের ধ্বনি মসজিদের চার পাশের প্রায় এক কিলোমিটার ব্যাপি শোনা যাবে। এখন থেকে নিয়মিতভাবে জোহর, আসর এবং মাগরিবের আজান মাইকিংয়ের মাধ্যবে বাইরে প্রচার করা হবে।
তারা জানান, মহামারি করোনাভাইরাসের কারণে কর্তৃপক্ষের নির্দেশনামতে মসজিদে নামাজ সহ স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। নিয়মিত আজান প্রচারিত হলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে নিজ নিজ বাসায় নামাজ আদায়ের পরামর্শ দেন তারা।
শুক্রবার প্রথম মসজিদে মাগরিবের আজান মাইকিংয়ের মাধ্যমে বাইরে প্রচারকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি হারুন আলী, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, কার্যকরী সদস্য কামরুল হাসান ও হাফিজ মুনাফ, হাফিজ আদিল প্রমুখ।