ফুলছড়ি ফুডব্যাংকে আশার খাদ্য সামগ্রী হস্তান্তর

Daily Ajker Sylhet

১০ মে ২০২০, ১১:১৭ অপরাহ্ণ


ফুলছড়ি ফুডব্যাংকে আশার খাদ্য সামগ্রী হস্তান্তর

ফুলছড়ি (গাইবান্ধা) :
করোনা পরিস্থিতির কারণে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে সারাদেশ ব্যাপী আশা ‘র খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে আশা ‘র গাইবান্ধার নাকাইহাট অঞ্চলের পক্ষ হতে ফুলছড়ি উপজেলায় বিতরনের লক্ষ্যে ফুলছড়ি ফুডব্যাংকে ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। রবিবার (১০ মে) ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন ফুলছড়ি ফুডব্যাংকের পক্ষে এ খাদ্য সামগ্রী গ্রহণ করেন। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তেল ও ১ কেজি লবন। খাদ্য সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আশার নাকাইহাট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. আতিকুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার রফিকুল ইসলাম, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল লতিফ সরকার, লোন অফিসার এস এম মোস্তাকিম, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন কদ্দুছ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার আশার এ ধরনের মহতি কাজের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।