আলমডাঙ্গায় পচা চাল রাখার অপরাধে ৫ লক্ষ টাকা জরিমানা।
১০ মে ২০২০, ১১:২৩ অপরাহ্ণ

হামিদুল আযম, আলমডাঙ্গা প্রতিনিধি :
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে আলমডাঙ্গার এক মিলচাতালের মালিক কে গোডাউনে পচা চাল রাখার অপরাধে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে।গতকাল রবিবার বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা অন্নপুর্না রাইস মিলের মালিক অশোক কুমার সাহার ছেলে অসিম কুমার সাহার গোডাউনে অভিযান চালিয়ে গোডাউনে প্রায় ১শ বস্তা পচা চাল পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী ভ্রাম্যমান আদালত বসিয়ে অসিম সাহাকে অত্যাবশ্যকিয় পন্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ ধারায় ৫ লক্ষ টাকা জরিমানা করেছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যকর্মকর্তা মোফাখ্খাইরুল ইসলাম,খাদ্য পরিদর্শক রাকিব উদ্দিন,খাদ্য গুদাম রক্ষক মিয়ারাজ হোসেন,প্রকল্প কর্মকর্তা এনামুল হক প্রমুখ।উল্লেখ্য গত শনিবার আলমডাঙ্গা কালিদাসপুর রেলগেটের অদূরে জিকে, ক্যানেলপাড়ে ৫০ বস্তা পচা চাল ফেলে রাখা হয়েছিল।
১৬ সালে বিদেশ থেকে আসা খাদ্য মন্ত্রনালয়ের সীল যুক্ত পুরানো বস্তায় ভরে শনিবার সন্ধ্যায় কেউ ওই স্থানে ফেলে রেখে যায়। এ সংবাদ জানার পর উপজেলা নির্বাহী অফিসারসহ পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঐ ঘটনার পর পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন বিষয়টি নিয়ে ব্যাপক তৎপরতা শুরু করে।কিন্ত কে বা করা ঐ পচা চাল জিকে ক্যানেলে ফেলে রেখে যায় তার হদিস মেলেনি।গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী,থানা অফিসার ইনচার্জ আলমগীর কবির সহ সঙ্গিয় ফোর্স জিকে ক্যানেলে উল্লেখিত ফেলে রাখা ৫০ বস্তা পচা চাল মাটিতে পুতে ফেলেন।এর পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসিম কুমার সাহার গুদামে পচা চাল উদ্ধার করে,এবং গোডাউনে থাকা চাল সহ গোডাউন সিলগালা করে দেন।