পাটকেলঘাটা (সাতক্ষীরা) :
পাটকেলঘাটায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা শাখার ঝটিকা অভিযানে পাটকেলঘাটায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (১০ মে) বেলা ১১ টায় পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ীদের ওজনে অনিয়ম, নোংরা পরিবেশ, খাদ্যদ্রব্য মেয়াদ উর্ত্তীর্ণের তারিখ না থাকা, দ্রব্যমূল্যের দাম নির্ধারণ ইত্যাদি না থাকার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়। পাটকেলঘাটা ভাগ্যকুল মিষ্টান্য ভান্ডারের ৫ হাজার টাকা, রিপন ফ্লাওয়ার মিলে ৫ হাজার টাকা ও মুকুন্দ ফ্লাওয়ার মিলে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি প্রাতিষ্ঠানকে সতর্ক করা হয়। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ পরিচালক মো: ইবরাহিম হোসেন, সহকারী পরিচালক শিকদার শহিনুর আলম। এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্যাবের সদস্য সাকিবুর রহমান বাবলা, পাটকেলঘাটা থানার এস আই অনুপম বিশ্বাস প্রমুখ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।