পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আশার খাদ্য সহায়তা হস্তান্তর - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:৫৩, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আশার খাদ্য সহায়তা হস্তান্তর

ADMIN, USA
প্রকাশিত মে ১০, ২০২০
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আশার খাদ্য সহায়তা হস্তান্তর

এস এম হাসিব উদ্দোলা, পুঠিয়া (রাজশাহী)
জেলার পুঠিয়া উপজেলায় বেসরকারি সংস্থা আশা রাজশাহী জেলার পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ও নি¤œ আয়ের মানুষেরে জন্য রবিবার দুপুরে পুঠিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট দুইশত (২০০) ব্যাগ খাদ্য সহায়তা হস্তান্তর করে। প্রতি ব্যাগে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল রয়েছে বলে জানান, আশার জেলা ম্যানেজার আজিম উদ্দীন।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওলিউজ্জামান এর নিকট এসব খাদ্য হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান তাৎক্ষনিক ভাবে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামের নৃ-তাত্বিক জনগোষ্ঠির ৩৭টি অসহায় পরিবারে প্রত্যেককে এক ব্যাগ করে আশার খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এ সময় আশা সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন এডিশানাল ডিভিশানাল ম্যানেজার দ্বিজেন্দ্রনাথ দাস, জেলা ম্যানেজার মোঃ আজিম উদ্দীন, আরএম মোঃ হামিদুল ইসলাম, এসবিএম মোঃ হাবিবুর রহমান ও এবিএস মাসুদ আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।