রৌমারীতে করোনা বিষয়ক সভা অনুষ্ঠিত
১০ মে ২০২০, ১১:৪৬ অপরাহ্ণ

রৌমারী (কুড়িগ্রাম) :
‘জনসচেতনা বৃদ্ধি করি সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলি দেশ জাতিকে সুস্থ্য রাখি’ এই শ্লোগানে কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে করোনা প্রতিরোধ ইউনিয়ন কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রৌমারী হাসপাতালের স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো, রেজাউল ইসলাম মিনু, উপজেলা ভাইস চেয়াম্যান মাহমুদা আক্তর স্মৃতি, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা ইউপি চেয়ারম্যন কেএম ফজলুল হক মন্ডল, সরবেশ আলী, রৌমারী, চর শৌলমারী ইউনিয়ন আ’লীগ সভাপতি বজলুর রশিদ মন্জু মাস্টার, যাদুরচর ইউনিয়ন আ’লীগ সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ প্রমূখ। এসময় উপজেলার তিনটি ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।