কুমিল্লার চান্দিনায় বিষ দিয়ে মাছ নিধন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:১১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কুমিল্লার চান্দিনায় বিষ দিয়ে মাছ নিধন

ADMIN, USA
প্রকাশিত মে ১২, ২০২০
কুমিল্লার চান্দিনায় বিষ দিয়ে মাছ নিধন

 

কাজী রাশেদ; চান্দিনা, (কুমিল্লা) :

কুমিল্লার চান্দিনা উপজেলার গণিপুর গ্রামে দুধ মিয়া নামক এক কৃষকের  পুকুরে বিষ দিয়ে রেণু  পোনা মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে কোন এক সময় এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

দুধ  মিয়ার স্ত্রী ফজিলত বিবি জানান, সকালে পুকুর দেখতে যান তিনি। গিয়ে দেখেন তাদের রেণু পোনা চাষকৃত পুকুরে পোনা মাছ গুলি মরে ভেসে উঠেছে। পরে তিনি তার স্বামী সন্তানকে বিষয়টি অবহিত করেন।এতে প্রায় ৫  লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তারা।

ক্ষতিগ্রস্থ দুধ মিয়া নাম প্রকাশ না করে  জানান,  কেবা বা কারা বিষ দিয়ে এসব পোনা মাছ হত্যা করেছে না দেখলেও গ্রামের কিছু লোক তাকে কিভাবে  মাছ ব্যবসা  করবে  এ বলে হুমকি দিয়ে আসছিল ।   এছাড়া তার  অন্য আরেকটি পুকুরেও বেড়া দেয়া জাল কেটে দিয়েছে দুর্বৃত্তরা।তিনি এর সুষ্ঠু বিচার চান বলে জানান।

এব্যাপারে জানতে চাইলে বাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম বলেন, বিষয়টি আমি জেনেছি, সঠিক তদন্ত করে আইনগত ব্যাবস্থা  নিতে বলেছি । আমি এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবো।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।