আম্ফানে দশমিনায় একশ ত্রিশ আশ্রয় কেন্দ্র প্রস্তুত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৫৫, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আম্ফানে দশমিনায় একশ ত্রিশ আশ্রয় কেন্দ্র প্রস্তুত

STAFF USBD
প্রকাশিত মে ১৯, ২০২০
আম্ফানে দশমিনায় একশ ত্রিশ আশ্রয় কেন্দ্র প্রস্তুত

দশমিনা (পটুয়াখালী) ঃ
উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্ফান। আতংঙ্কে দিন কাটছে উপকূলীয় দশমিনা উপজেলার প্রায় দুই লক্ষাধিক মানুষের। উপজেলা প্রশাসন দফায় দফায় প্রস্তুতিমূলক সভা করে আম্ফান ক্ষতিরোধে একশত ত্রিশ আশ্রয়ন প্রকল্প ও শুকনো খাবার প্রস্তুত রেখেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৭৩টি সিপিবির ইউনিটে একযোগে সকাল থেকে সর্তকতা মূলক আবহাওয়ার পূর্বাভাস প্রচার করা হচ্ছে। সিপিবি’র প্রশিক্ষক রায়হান বাদল জানান, উপকূলীয় অঞ্চল হিসেবে সুপার সাইক্লোনে দশমিনা উপজেলা ৭নম্বর বিপদ সংকেতের আওতায় থাকায় প্রত্যন্ত অঞ্চলে ২টি সাংকেতিক পতাকা উত্তোলন করে স্থানীয় জনগনকে সর্তক করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস জানান, তেতুলিয়া নদী বেষ্টিত চরবোরহান ইউনিয়নের সম্পূর্ণ, দশমিনা ইউনিয়নের চরহাদি এবং বাশঁবাড়িয়া ইউনিয়নকে চরম ঝুকিঁপূর্ণ ঘোষনা করা হয়েছে। এসব এলাকার আশ্রায়ন কেন্দ্রগুলোতে সেচ্ছাসেবক ও কর্মীবাহিনী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৭০টি আশ্রায়ন ও ৬০টি স্কুল কাম সাইক্লোন শেল্টার প্রস্তুত করাসহ শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।