চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Daily Ajker Sylhet

২১ মে ২০২০, ০৯:৪৪ পূর্বাহ্ণ


চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

 

নবীগঞ্জ (হবিগঞ্জ) ঃ
মহামারিকরোনারকারণেঈদেরআনন্দ নেই যেনকারওমনে। এরই প্রেক্ষিতে করোনাসংকটের দূর্যোগকালীনসমযয়েঅসহায়মানুষের ঈদকে রাঙানোরএকটিবিশাল উদ্যোগনিয়েনবীগঞ্জ পৌরসভার ৪নং দীঘলবাগইউনিয়নেরকামারগাওঁগ্রামে চৌধুরীফাউন্ডেশনের উদ্যোগে ৩৫০ টিঅসহায়, নিম্নআয়েরপরিবারেরমধ্যে খাদ্য সামগ্রীবিতরণকরাহয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে মঙ্গলবার(১৯ মে) সকালেখাদ্য সামগ্রীবিতরণকরাহয়। এতে এলাকারঅসহায়, নিম্নআয়েরপরিবারেরমাঝেখাদ্যসামগ্রীহিসেবেচাল, চিনি,ময়দা,দুধ,সেমাইডাল, তৈল, আলু, পেয়াজসহবিভিন্নধরনেরপণ্য সামগ্রী দেওয়াহয়। চৌধুরীফাউন্ডেশনেরসভাপতিআবুলফজলমিয়ারসভাপতিত্বে ও চৌধুরীফাউন্ডেশনেরসাধারণসম্পাদকশামীমআহমেদ চৌধুরীসঞ্চালণায় এতে প্রধানঅতিথি হিসেবেউপস্থিত ছিলেন, নবীগঞ্জউপজেলার চেয়ারম্যানআলহাজ্ব ফজলুলহক চৌধুরী সেলিম। বিশেষঅতিথি হিসেবেউপস্থিত ছিলেন,নবীগঞ্জউপজেলাআওয়ামীলীগেরসাধারণসম্পাদকআলহাজ্ব সাইফুলজাহান চৌধুরী, স্থানীয়ইউপিচেয়ারম্যানআবুসাঈদ এওলামিয়া,নবীগঞ্জ প্রেসক্লাবেরসভাপতি মোঃসরওয়ারশিকদার,সাধারণসম্পাদক মোঃআলমগীরমিয়া,সাংবাদিক মোঃহাসান চৌধুরীসহবিভিন্নরাজনৈতিকসামাজিকসাংস্কৃতিকসংগঠনেরবিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এলাকাবাসীর পক্ষে সংগঠনেরসবাইকেধন্যবাদ জানানএবংভবিষ্যতে গরীব-দুঃখীঅসহায়মানুষেরপাশে থাকারজন্য আশাবাদ ব্যাক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।