যুক্তরাজ্যসহ ইউরোপজুড়ে ১৫ লক্ষাধিক বাংলাদেশির উদ্বেগের ঈদ

Daily Ajker Sylhet

২৪ মে ২০২০, ০৯:০১ পূর্বাহ্ণ


যুক্তরাজ্যসহ ইউরোপজুড়ে ১৫ লক্ষাধিক বাংলাদেশির উদ্বেগের ঈদ

ডেস্ক রিপোট, ঢাকা : দৃশ্যত গৃহবন্দি অবস্থায় ঈদের জামাত পড়তে না পারার বেদনা নিয়ে রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন যুক্তরাজ্যসহ ইউরোপজুড়ে বসবাসরত ১৫ লক্ষাধিক বাংলাদেশি। করোনার প্রাদুর্ভাবের ফলে এবার উদ্বেগ আর উৎকন্ঠার মধ্য দিয়ে আমেজহীন এক ঈদ উদযাপন করছে তারা। পাঁচ মিনিটের দূরত্বে থাকা সন্তান, নাতি-নাতনিদের ঈদের দিনেও না দেখতে পারার বেদনা নিয়ে দিনটি কাটছে তাদের। যুক্তরাজ্যে গত ১৫ মার্চ থেকে লকডাউন থাকায় সব মসজিদ বন্ধ রয়েছে। মসজিদ ও খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হলেও এবার কোথাও ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। ঘরেই ঈদের নামাজ পড়া যাবে কি না এ নিয়েও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির খতিবরা ভিন্ন মত দিয়েছেন।

যুক্তরাজ্যের প্রবীণ কমিউনিটি নেতা ও ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী। তিনি ফোনে জানান, ইস্ট লন্ডন মসজিদের খতিব ও ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম ও মাওলানা আব্দুর রহমান আল মাদানী উদ্ভূত পরিস্থিতিতে ঘরে ঈদের নামাজ পড়া যাবে বলে মত দিয়েছেন। অন্যদিকে ফুলতলী (রহ.)-এর অনুসারী মাওলানা সিদ্দিকুর রহমান ও মাওলানা আব্দুল মালিক ঈদের নামাজ খুতবা ছাড়া বাসায় না পড়ে দুই বা চার রাকাত নফল নামাজ আদায়ের পক্ষে মত দিয়েছেন। দেওবন্দ ধারার অনুসারী মুফতি আব্দুর রহমান ঘরে ঈদের নামাজ বা নফল নামাজ উভয়ই পড়া যাবে বলে মত দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।