যমজ বোন পেল জিপিএ ৫ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:২৬, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

যমজ বোন পেল জিপিএ ৫

STAFF USBD
প্রকাশিত মে ৩১, ২০২০
যমজ বোন পেল জিপিএ ৫

সরিষাবাড়ী (জামালপুর) :
এবারের এসএসসি পরিক্ষায় সকল বিষয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ফারজানা কিবরিয়া নিমা ও ফাহমিদা কিবরিয়া নিমি নামের দুই যমজ বোন। তারা সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলো। পরিক্ষায় ভাল ফলাফল করায় তাদের পিতা সরিষাবাড়ী অনার্স কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ গোলাম কিবরিয়া বাবলু ও মাতা একই প্রতিষ্ঠানের প্রভাষক মরিয়ম আকতার বেবী সকলের নিকট দোয়া প্রত্যাশী। উল্লেখ্য, ইতিপূর্বে অনুষ্ঠিত পিইসি ও জেএসসি পরীক্ষায় নিমা ও নিমি টেলেন্টপুলে বৃত্তি সহ জিপিএ ৫ পেয়েছিলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।