বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে তবারক বিতরণ - BANGLANEWSUS.COM
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে তবারক বিতরণ

STAFF USBD
প্রকাশিত জুন ১, ২০২০
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে তবারক বিতরণ

নিউইয়র্ক : বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০ মে শনিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে দোয়া-মাহফিল এবং তবারক বিতরণ করা হয়। জ্যাকসন হাইটস এলাকাবাসী’র ব্যানারে খাবার বাড়ির সামনে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ। মোহাম্মদ আলম নমীর সভাপতিত্বে এই মাহফিলে আরো ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান, বিএনপির নেতা মাজহারুল ইসলাম রবীন, মীর মশিউর রহমান, আবুল কাসেম, মনিরুল ইসলাম, শাহাদৎ হোসেন রাজু এবং শো-টাইম মিউজিকের আলমগীর খান আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, করোনা তান্ডবে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানকে স্মরণ ও তার আত্মার মাগফেরাত কামনায় এমন একটি অনুষ্ঠানের আয়োজন করে বিএনপিকে চিরকৃতজ্ঞতার পাশে আবদ্ধ করলেন জ্যাকসন হাইটস এলাকাবাসী।

উল্লেখ্য, গত কয়েক বছর থেকেই ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে জিয়ার মৃত্যু দিবস এবং বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে দোয়া-মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

এর আগেরদিন শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ‘ভার্চুয়াল মিটিং’ এ মোনাজাত পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। অংশগ্রহণকারির মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভ’ইয়া, মহানগর বিএনপির সেক্রেটারি আশরাফ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিন নাসির প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।