আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-
মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকাকালীন কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের করুণ মৃত্যুতে যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের ধারাবাহিকতায় নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতেও প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ মে, রবিবার দুপুরে আটলান্টিক সিটির ২৭১৫, আটলানটিক এভিনিউতে অবস্হিত ‘পাবলিক সেইফটি ভবন’ এর সামনে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহনকারীদের কণ্ঠে ছিল পুলিশি বর্বরতার বিরুদ্ধে নানা স্লোগান, আর হাতে ছিল প্রতিবাদী সব পোস্টার-ব্যানার-ফেস্টুন। কৃষ্ণাঙ্গদের পাশাপাশি অনেক শ্বেতাঙ্গ,স্প্যানিশ ও এশিয়ান কমিউনিটির লোকজন এই প্রতিবাদ সমাবেশে সামিল হন। প্রতিবাদ সমাবেশে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট,কাউন্সিল এট লারজ এম ও ডেলগাডো,৫ম ওয়ার্ড এর কাউন্সিলর এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যোগদেন।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি মিছিল আটলান্টিক সিটির বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেনেডী প্লাজায় গিয়ে শেষ হয়।
উল্লেখ্য,সমগ্র প্রতিবাদ কর্মসূচী বেশ শান্তিপূর্ন ছিল।কিন্তু এর বেশ কিছুক্ষণ পর শহরের বিভিন্ন জায়গায় ভাংচুর ও লুটপাট শুরু হয় এবং পুলিশের সাথে বিক্ষোভকারীরা সংঘর্ষে লিপ্ত হয়।শহরের পরিস্হিতি নিয়ন্ত্রনে শহর জুড়ে রাত আটটা থেকে ভোর ছয়টা পর্যন্ত কার্ফু জারি করা হয়েছে।শহরে থমথমে পরিস্হিতি বিরাজ করছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।