বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে
০৩ জুন ২০২০, ০২:০৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫৫মিনিট পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৫৮৪ জনে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া অতিমাত্রায় ছোঁয়াচে কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৬৩ লাখ ৭৩ হাজার ৫২৩ জন।
তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৮৬ হাজার ৬৩৩ জন চিকিৎসাধীন যার মধ্যে ৫৩ হাজার ৪০৩ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২৯ লাখ ০৯ হাজার ৩০৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
বাংলাদেশে রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ জনে। এ ছাড়া মোট ৪৭ হাজার ১৫৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।