আম উৎপাদনের শীর্ষে নওগাঁ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৫৫, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আম উৎপাদনের শীর্ষে নওগাঁ

ADMIN, USA
প্রকাশিত জুন ৪, ২০২০
আম উৎপাদনের শীর্ষে নওগাঁ

 

সাপাহার (নওগাঁ) :
আম শিল্পকে অগ্রগতি ও টিকসই করে বাঁচিয়ে রাখতে দেশের শীর্ষ আম উৎপাদনকারী জেলা নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এলাকায় সর্বাধুনিক আম সংরক্ষানাগার বা বড় ধরণের জুস জেলীর কারখানা সহ আম গবেষনাকেন্দ্র এবং বৃহত পাইকারী বাজার স্থাপনের দাবী জেলাবাসীর। ইতোমধ্যেই আম উৎপাদনকারী জেলা গুলোর মধ্যে দেশের চাঁপাই নবাবগঞ্জকে ছাড়িয়ে শীর্ষস্থানে অবস্থান করছে নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এলাকা সহ জেলার অন্যান্য উপজেলাগুলো। এক জরীপে দেখা গেছে চলতি বছরে আমের সিজনে চাঁপাই নবাবগঞ্জ হতে ২লক্ষ মে:টন আম ও রাজশাহী জেলা হতে ১লক্ষ মে:টন আম উৎপন্ন হওয়র আসংখা রয়েছে সে মতে ওই জেলাগুলো হতে মোট ৩লক্ষ মে:টন আমা দেশের বিভিন্ন স্থান সহ বিদেশেও রপ্তানী করার সম্ভাবনা রয়েছে। অপর দিকে শুধু নওগাঁ জেলা হতে এবারে ৩লক্ষ মে:টন আম বহি:দেশ সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর সম্ভাবনা রয়েছে বলে সাপাহারে অনুষ্ঠিত আম চাষী ও আম ব্যাবসায়ীদের এক সভায় নওগাঁ জেলা পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আবদুল মান্নান মিয়া জানিয়েছিলেন। সে হিসেবে আমের রাজধানী না বললেও নওগাঁকে বানিজ্যিক আমের রাজধানী বলা যেতে পারে বলেও তিনি তার মতামত ব্যাক্ত করেন। বর্তমানে সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এলাকায় প্রায় ২৫হাজার হেক্টোর জমিতে আমবাগান রয়েছে। নওগাঁ জেলায় প্রতিবছর পাল্লা দিয়ে প্রতিটি উপজেলায় ২হাজার থেকে ৩হাজার হেক্টোর জমিতে নতুন নতুন আমের বাগান গড়ে উঠছে বলে কৃষি দপ্তর থেকে জানা গেছে। আগামী ৫বছরের মধ্যে এইসব এলাকায় আম চাষাবাদ ছাড়া আর কোন ফসল চাষাবাদের জমি হয়তো খুজে পাওয়া যাবেনা বলে অভিজ্ঞমহল ধারণা করছেন। আবহাওয়া অনুকুলে ও বাজার ভাল থাকলে শুধু নওগাঁ জেলা হতে এবছর আড়াই থেকে তিনশ’ কোটি টাকার আম বাণিজ্য হতে পারে বলেও কৃষিদপ্তর আমচাষী ও আমব্যাবসায়ীগন জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।