ডেস্ক রিপোর্ট, ঢাকা: ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের ঘড়বাড়ি বিধ্বস্ত হয়েছে। সম্বলহীন হয়ে পড়েছেন অনেকেই। এমন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারা। উপকূলীয় অঞ্চলে যাদের বাড়ি-ঘর বিধ্বস্ত হয়ে গেছে, তাদের ঘরবাড়ি পুনঃনির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা। সেই সঙ্গে তাদের জন্য সুপেয় খানার পানির ব্যবস্থাও করেছেন তামিম-মুশফিকরা। বৃহস্পতিবার মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্রিকেটারা যে অর্থ দান করেছেন সেখান থেকেই কিছু টাকা আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য দান করা হচ্ছে। পাশপাশি তাদর বিশুদ্ধ খাবার পানিরও ব্যবস্থা করে দিয়েছেন ক্রিকেটাররা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।