বিরল থানা চত্বরে ২টি পেঁচার শাবক বড় হচ্ছে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:০৩, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিরল থানা চত্বরে ২টি পেঁচার শাবক বড় হচ্ছে

ADMIN, USA
প্রকাশিত জুন ৬, ২০২০
বিরল থানা চত্বরে ২টি পেঁচার শাবক বড় হচ্ছে

বিরল (দিনাজপুর) :
দিনাজপুুরের বিরল থানা চত্বরের ভিতরে থাকা শতবর্ষী একটি আম গাছের প্রকান্ডের গর্তের ভিতরে বিলুপ্ত প্রায় ২টি পেঁচা পাখির শাবক পুলিশের সেবায় বড় হচ্ছে। আন্তরিক ও মানবিকভাবে পেঁচার শাবক ২টির নিরাপত্তা ও দেখভাল করার কারনে বিরল থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অনেকে।
বিরল থানার এসআই আব্দুল কাদের জানান, গত ঈদুল ফিতরের দিন আমি ১টি পেঁচা পাখির শাবককে নিচে পড়ে থাকতে দেখে সার্ভিস ডেলিভারি সেন্টারের পাশে থাকা ওই আম গাছের ডালের গুহার মধ্যে রেখে দেই। পরের দিন দেখি ঐ গুহায় আরো ১টি শাবক। এরপর থেকে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব স্যারের মৌখিক নির্দ্দেশে আমিসহ অন্যান্য পুলিশ সদস্যরা শাবক ২টিকে প্রতিনিয়ত দেখভাল করে আসছি। রাতে মা পেঁচা পাখিটিও শাবকদের কাছে আসে। বিরল থানা পুলিশের এমন আচরণে মুগ্ধ হয়ে অনেকে ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।