পৃথিবীতে মানুষ আজও নেই স্বাধীন,
সভ্য দেশে চলে রঙের সাথে মনের অমিল।
স্বাধীনতার লোভে রক্ত দিয়ে মানুষ,
ভূমি করেছে খন্ড।
তবুও নেই মানুষ আজও স্বাধীন,
নিজেরই জন্য।
ক্ষমতার দাপটে,
কোথাও চলে রাজনীতি, কোথাও চলে ধর্ম,
অধিকার হরন করাই, আজ তাদের কর্ম৷
নিজের বসত ভিঠায় নাও যদি থাকে ঘর,
অন্যের বসত ঘর, কেন হবে পর?
সনদের দীক্ষায় আজ আমরা দক্ষ,
তাই অধিকার হরন করাই আমাদের লক্ষ্য।
প্রযুক্তির এই যুগে মতামতের নেই কোনো মূল্য,
ক্ষমতা আঁকড়ে ধরার আছে অনেক ছন্ন।
প্রকৃতির ভয়াল থাবায়,
মানব সভ্যতা আজ বড় অসহায়,
তবুও হিংস্র দানবগুলো,
ক্ষমতার দাপটে আছে সহায়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।