ডিমলা হাসপাতালে উপজেলা পরিষদের চিকিৎসা উপকরন প্রদান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:৫০, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ডিমলা হাসপাতালে উপজেলা পরিষদের চিকিৎসা উপকরন প্রদান

ADMIN, USA
প্রকাশিত জুন ৮, ২০২০
ডিমলা হাসপাতালে উপজেলা পরিষদের চিকিৎসা উপকরন প্রদান

ডিমলা (নীলফামারী) :
নীলফামারীর ডিমলায় উপজেলা পরিষদের পক্ষ হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে বিভিন্ন চিকিৎসা উপকরন প্রদান করা হযেছে।
রবিবার সন্ধায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কায্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে করোনা ভাইরাস (কেভিট-১৯) এর সংক্রমন প্রতিরোধ ও নমুনা সংগ্রহের জন্য পালস্ অক্রিমিটার ২টি, অক্রিজেন ফ্লো মিটার ৫টি, থার্মাল স্ক্যানার ২টি, হ্যাক্রিসল (২৫০) মিঃলিঃ ২০০টি, ফেইস শেইল্ড ২০০ টি, ওয়ান টাইম হ্যান্ড গ্লাভস (৫০) পাকেট ৫হাজার পিচ চিকিৎসা উপকরন প্রদান এবং ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্রে করোনা নমুনা সংগ্রহের জন্য থাই গ্লাস সেটিং ১টি রুমের উদ্বোধন করেন ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়। ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের পক্ষে উপকর সমুহ গ্রহন করেন স্বাস্থ্য কমপ্লেক্রের আবাসিক অফিসার ডাঃ নিরঞ্জন কুমার রায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।