পার্বত্য মন্ত্রী উশৈসিং এমপির সুস্থতা কামনা - BANGLANEWSUS.COM
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

পার্বত্য মন্ত্রী উশৈসিং এমপির সুস্থতা কামনা

STAFF USBD
প্রকাশিত জুন ৮, ২০২০
পার্বত্য মন্ত্রী উশৈসিং এমপির সুস্থতা কামনা

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) :

বান্দরবানে রোয়াংছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কোভিড-১৯ করোনা রোগে আক্রান্ত হওয়ায় শীঘ্রই সুস্থতা কামনায় রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা নেতৃত্বে রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের পরিবার ও রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি’র উদ্যোগে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে আসাং¤্রাই (সত্য বুদ্ধ) কে ¯œান করার মাধ্যমে চিবরসহ কল্পতরু দান, ছাতা দান, মঙ্গল সূত্র পাঠ করার মধ্যে দিয়ে ০৮ জুন ২০২০খ্রি. তারিখে সোমবার সকাল ৯.১৫ মিনিটে অনুষ্ঠিত হয়।
রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারধ্যক্ষ ও সঙ্ঘরাজ বিচারিন্দ মহাথের নেতৃত্বে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে উপধ্যক্ষ ও পার্বত্য চট্টগ্রাম ভিক্ষ সংঘের সভাপতি, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের ভিক্ষু, বড়শিলা বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষসহ ৬ জন বিশিষ্ট্য ভিক্ষু নিয়ে পার্বত্য বীর উশৈসিং এমপি কোভিড-১৯ উদ্দেশ্যই শীঘ্রই সুস্থতার কামনায় মঙ্গল সূত্র পাঠ, পঞ্চম শীল, কল্পতরু দান, ছাতা দান করেন। সঙ্ঘরাজ বিচারিন্দ মহাথের নেতৃত্বে সম্মিলিত আর্শীবাদ ও পূণ্যরাশি দান কালে বলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর সঙ্ঘদের সেবক, পাবর্ত্যবাসীর সুখ-দূ:খের সারথি, উন্নয়নের ধারক-বাহক ও সকলে প্রিয় নেতা পরিচিতি লাভ করেছেন।
এ সময়ের উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান আথূইমং মারমা, রোয়াংছড়ি উপজেলা কৃষি অফিসের উদভিদৎ কর্মকর্তা অংসাজাই মারমা, অবসর প্রাপ্ত শিক্ষক মংপু মাষ্টার, উপজেলা পরিষদ সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান মাউসাং মারমা, মহিলা আওয়ামীলীগের নেতৃবন্দ থুইমেপ্রু মারমা, রোয়াংছড়ি আওয়ামীলীগের উপজেলা কমিটির নির্বাহী সদস্য ও রোয়াংছড়ি প্রেস ক্লাবের নির্বাহী সদস্য হ্লাছোহ্রী মারমা সহ বিভিন্ন পাড়া থেকে পূন্য কামী দায়ক-দায়িকা বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।