ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনের দাবীতে মানববন্ধন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:২৪, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনের দাবীতে মানববন্ধন

ADMIN, USA
প্রকাশিত জুন ৮, ২০২০
ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনের দাবীতে মানববন্ধন

ঠাকুরগাঁও  প্রতিনিধি:

“বিনা টেষ্ট বিনা চিকিৎসায় মরতে চাই না” চিকিৎসা পাওয়া আমার অধিকার এই স্লোগানকে সামনে ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববব্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তাগণ জরুরী ভিত্তিতে পিসিআর ল্যাব স্থাপনের দাবী জানান। এতে অংশ নেন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ।
এ সময় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি আবু মহিউদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহ মোহাম্মদ এপোলো, বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ, বাসদ নেতা মাহবুব রুবেল,সাংবাদিক রেজওয়ানুল হক রেজু,সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজু আহম্মেদ প্রমুখ।
বক্তাগণ বলেন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১দিনে সর্বোচ্চ ১৮৮ জনের করোনা টেষ্ট করা যায়। কিন্তু সেখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলা থেকে ৪০০ থেকে ৫০০ জনের স্যাম্পল সংগ্রহ করে পাঠানো হয় কিন্তু ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত স্যাম্পল পাঠানোর কারণে টেষ্ট করা সম্ভব হয় না,যা এই ৪ টি জেলার মানুষের জন্য সমুহ বিপদ ডেকে এনেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।