চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আনিকা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের হাজীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আনিকা চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের হাজীপাড়ায় মো. আনিছুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, ওই সময় শিশু আনিকা অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ ওই পুকুরের পানিতে ভেসে ওঠে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বিকেলে একই এলাকার অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় হাসান। পরে তাকে না দেখে খোঁজ শুরু করে স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।